ইউটিউব থেকে আয় বর্তমানে ইউটিউব একটি জনপ্রিয় অ্যাপ যার মাধ্যমে বিশ্বের সব মানুষ ভিডিও দেখে ও ভিডিও স্পন্সর করে থাকে আমরা কিভাবে ইউটিউব থেকে ইনকাম করব
ইউটিউবে
youtube একটি বিশ্বের অন্যতম একটি জনপ্রিয় অ্যাপ তার মাধ্যমে কোটি কোটি টাকা ইনকাম করা সম্ভব কিভাবে আপনার ইউটিউব থেকে টাকা ইনকাম করবেন সেটা বলা হলো:
ইউটিউব থেকে টাকা ইনকাম করার জন্য আপনার প্রথমে কিভাবে ইউটিউবে ভিডিও ছাড়বেন সেটা জানালা লাগবে এবং কি নিয়ে ভিডিও ছাড়বেন সেটা বাবা লাগবে ব্লগিং টিউটোরিয়াল কুকিং গেমিং কোর্স গান মুভি ইত্যাদি আরো অনেক উপায় আছে এসব ক্যাটাগরি নিয়ে ভিডিও করলে আপনি youtube থেকে ইনকাম করতে পারবেন।
ইউটিউব থেকে আয় করতে হলে কিছু সরঞ্জাম এবং দক্ষতার প্রয়োজন:
ক্যামেরা: ইউটিউব থেকে ইনকাম করার জন্য একটা ক্যামেরা দরকার সেটা ডিএসএলআর বা স্মার্টফোন ব্যবহার করলে ভিডিও ভালো হবে এবং সেটা দিয়ে ইউটিউবে জন্য ভিডিও করতে পারবেন।
মাইক্রোফোন : স্পষ্ট ভিডিওর অডিও বলার জন্য একটা মাইক্রোফোন দরকার যেমন একটাও শর্ট গান মাইক্রোফোন বা ফোন মাইক্রোফোন যে কোন একটা মাইক্রোফোন দরকার যাতে আপনার ভিডিও ভালো করে ভয়েস শোনা যায়।
ভিডিও এডিটিং সফটওয়্যার: ইউটিউবে ভিডিও এডিট করার জন্য আপনার এডিটিং শিখা দরকার এডিটিং শিখতে আপনার যে সফটওয়্যার লাগবে সেগুলো হল এডোবি প্রিমিয়াম পড়ো বা ক্যাপ কাট ইনশট ইত্যাদি এবং এইসব ভিডিও এডিটিং শিখতে আমার এই ওয়েবসাইটটি তেচুয়াল ভিডিও আছে । সবাই আমার ওয়েবসাইট থেকে ভিডিও আর্টিকেলটি পড়ে আসুন কিভাবে আপনারা ভিডিও এডিটিং করবেন সে বিষয়ে আমার কিছু মত দান করা আছে ।ইউটিউব থেকে আয়
আলোর ব্যবস্থা: আলোর ব্যবস্থা হল আপনি যেখানে ভিডিও করবেন সেখানে পর্যাপ্ত পরিমাণ আলো ও ভিডিওর রেগুলেশন কোন অনুযায়ী আলো দেওয়া এবং রিং ব্যবহার করা ও ইত্যাদি নানান ধরনের প্রক্রিয়া আছে আপনার যেটা ভালো হবে সেটা দিয়ে আপনি ভিডিও করবেন।
ইন্টারনেট সংযোগ: ভিডিও আপলোড লাইভ স্টিমের জন্য আপনার ভালো মানের ইন্টারনেট প্রয়োজন সেটার জন্য আপনি আর বাসা ওয়াইফাই থাকলে ওয়াইফাই দিয়ে ভালো করে ভিডিও আপলোড টু লাইভ স্ট্রিম করতে পারবেন ।
ইউটিউব থেকে আয়ের জন্য সাধারণত কয়েকটি ধাপ
মনিটাইজেশন চালু করা: মনিটাইজেশন হলো ইউটিউব পার্টনার প্রোগ্রামের সাথে সংযোগ থাকা ও তার সাথে কাজ করা আপনার চ্যানেলে যখন এক হাজার সাবস্ক্রাইবার ও ৪০০০ ঘন্টা ওয়াচ টাইম হবে তখন তখন আপনার চ্যানেল মনিটাইজেশন করতে পারবেন ।
বিজ্ঞাপন চালু করা :মনিটাইজেশন ওয়ানের পর আপনার বিজ্ঞাপনের মাধ্যমে ইনকাম হবে দর্শক যতটুকু ভিডিও দেখবে এবং তার মধ্যে যতটুক বিজ্ঞাপন দেখবে সেখান থেকে ২০ পার্সেন্ট পাবেন আপনি এবং আশি পার্সেন্ট পাবে ইনকাম ইউটিউব।
মেম্বারশিপ ও সুপার চ্যাট :দর্শকরা অর্থ দিয়ে চ্যানেলের সদস্য হতে পারেন, এবং সেখান থেকে আপনি কিছু পাবেন ওই ইউটিউব কিছু নেবেন ।