ট্রাম্পের জয় নিয়ে কী ভাবছেন ফিলিস্তিনিরা?

Rate this post

ট্রাম্পের জয় নিয়ে কী ভাবছেন ফিলিস্তিনিরা? যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট হিসেবে ভূমিধস জয় পেয়েছেন রিপাবলিকান প্রার্থী ডোনাল্ড ট্রাম্প। তবে, তার জয়ে আতিঙ্কিত হয়ে পড়েছেন ফিলিস্তিনিরা। বিশেষ করে অবরুদ্ধ গাজার মানুষ বেশি উদ্বেগ প্রকাশ করেছে। খবর রয়টার্সের।
ইসরাইলি হামলায় ধ্বংস হওয়া ভবনের মধ্যদিয়ে শিশুকে কোলে নিয়ে হেঁটে যাচ্ছেন এক ফিলিস্তিনি নারী। ছবি: রয়টার্স
ইসরাইলি হামলায় ধ্বংস হওয়া ভবনের মধ্যদিয়ে শিশুকে কোলে নিয়ে হেঁটে যাচ্ছেন এক ফিলিস্তিনি নারী।

ট্রাম্পের জয় নিয়ে কী ভাবছেন ফিলিস্তিনিরা? গত বছরের ৭ অক্টোবর থেকে গাজায় হামলা চালাচ্ছে দখলদার ইসরাইলি বাহিনী। এক বছরেরও বেশি সময় ধরে অব্যাহত ইসরাইলি হামলায় গাজায় ৪৩ হাজারেরও বেশি ফিলিস্তিনি নিহত হয়েছেন। আর আহত হয়েছেন এক লাখেরও বেশি মানুষ। এছাড়াও গাজার প্রায় ৮০ শতাংশ স্থাপনা মাটিতে গুড়িয়ে দিয়েছে নেতানিয়াহু বাহিনী।

আর পুরো এ সময় ধরে ইসরাইলকে সমর্থন ও সহায়তা দিয়ে আসছে বাইডেন প্রশাসন। এমন পরিস্থিতিতে ফিলিস্তিনের সাধারণ মানুষের আশঙ্কা, ট্রাম্প ইসরাইলকে আরও বেশি সহায়তা করতে পারেন।

কেননা, ট্রাম্প প্রথমবার প্রেসিডেন্ট থাকাকালীন জেরুজালেমকে দখলদার ইসরাইলের রাজধানী হিসেবে স্বীকৃতি দিয়েছিলেন। অথচ সারাবিশ্ব জেরুজালেমকে স্বাধীন ফিলিস্তিনের রাজধানীর স্বীকৃতি দেয়। এছাড়াও ট্রাম্প সিরিয়ার দখলকৃত গোলান মালভূমিকেও ইসরাইলের অংশ হিসেবে স্বীকৃতি দেন।

ট্রাম্পের জয় নিয়ে কী ভাবছেন ফিলিস্তিনিরা?

এদিকে, নির্বাচনে ট্রাম্প জয় পাওয়ার পরপরই প্রতিক্রিয়া জানায় ফিলিস্তিনি সশস্ত্র গোষ্ঠী হামাস। তারা ট্রাম্পকে শান্তির জন্য কাজ করতে আহ্বান জানিয়েছে। এছাড়া হামাসের জ্যেষ্ঠ কর্মকর্তা আবু জুহরি ট্রাম্পকে বাইডেনের ভুল থেকে শিক্ষা নেয়ার আহ্বান জানিয়েছেন।

Leave a Comment